যশোরের বেনাপোলে ছিনতাইয়ের সময় ব্রাহ্মণবাড়িয়ার ছয় নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫এপ্রিল) সন্ধায় বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার ফিরোজের মেয়ে ইভা আক্তার (৩৫), একই এলাকার ইয়াছিনের স্ত্রী সুলতানা খাতুন (২৪), জুয়েলের স্ত্রী নারগিস (২২), পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন (২০), বাবুলের মেয়ে রাবেয়া (২০) ও শিপনের স্ত্রী শাহানা আক্তার (২৩)।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস বলেন, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধূ বেনাপোল বাজার থেকে ইজিবাইক করে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে বোরকা পরা ৬ নারী ঐ ইজিবাইকে উঠে তাকে জিম্মি করে ফেলে।
একপর্যায়ে প্রতারণার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার দেয়। এ সময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করে। এরা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বেনাপোল পোর্ট থানার ওসি মো. রবিউল মিয়া জানান, আটক নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়ি জেলায়। তারা এখানে কি উদ্দেশ্য এসেছে এবং কোথায় অবস্থান করছে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার এদের যশোর আদালতে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :