গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি খোরশেদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা পূর্ব পাড়া এলাকায় দেওয়ান বাড়ী মোড়ের বাদলের মুদি দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটককৃত মাদক কারবারি খোরশেদ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন গ্রামের মৃত করিম শেখের ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আসামিকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং- ২৬,) দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :