কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলি জমিতে মাটি কাটার দায়ে সালেহ আহাম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ভেকু মেশিনও জব্দ করা হয়।
গ্রেপ্তার সালেহ আহাম্মেদ ওই গ্রামের সালামত উল্লাহর ছেলে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেত থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন অভিযান চালান।
অভিযানকালে ঘটনাস্থল থেকে সালেহ আহাম্মেদকে আটক করা হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করা হয়।
এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বাদী হয়ে সালেহ আহাম্মেদসহ আরও ছয়জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেছেন।
ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালেহ আহাম্মেদকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘সালেহ আহাম্মেদের নেতৃত্বে একদল ব্যক্তি জুগিরকান্দি পূর্ব পাড়া এলাকায় ধানখেতে ভেকু দিয়ে মাটি কাটছিলেন। এতে ফসলি জমির পাকা ধান নষ্ট হচ্ছিল। পরে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘অভিযানে তাকে আটক করা হয়েছে। ভেকু জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :