ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

বগুড়ায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৪২ পিএম
ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে ককটেল, পেট্রোল, সাবল, লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটান।

পরে অফিসের দরজা, জানালা, চেয়ার, আলমারি, ফ্যানসহ আসবাবপত্র এবং শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নাশকতার মামলা করা হয়। সে মামলায় তোহাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘তোহাবিন আলম তোহাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।’