ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

শিবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রোল বোমা উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানটির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ঝুড়িগুলো রাজশাহী শহর অভিমুখে পরিবহন করা হচ্ছিল। পরে টহল দল ঝুড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় লাল টেপে মোড়ানো ৯৯টি ককটেল এবং কোমল পানীয়ের কাঁচের বোতলে তৈরি ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো দেশীয়ভাবে তৈরি হলেও এর বেশির ভাগ উপাদান ভারত থেকে এসেছে। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো রাজনৈতিক বা অন্য কোনো সংগঠনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।