বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদলের নেতা-কর্মীদের গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মানিকদিপায় এ ঘটনা ঘটে।
এ সময় আড়িয়াবাজার হাটের ইজারাদার ও যুবদল নেতা শাহাদত হোসেন (৪০) ও তার তিন সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয় জনতা।
অন্য আহতরা হলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম (৪৫), আড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও বিএনপি কর্মী মুরাদ কোরাইশী (৪৫), বিএনপি কর্মী আনোয়ার হোসেন (৩০) ও যুবদল নেতা শাহাদতের ছোট ভাই আল আমিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আলু চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজি করতে প্রাইভেটকারযোগে কয়েক জন সহযোগীসহ মানিকদিপা বাজারে যান শাহাদত হোসেন।
এ নিয়ে স্থানীয়দের সঙ্গে প্রথমে কথা-কাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন শাহাদত ও তার সহযোগীদের অবরুদ্ধ করে মারধর করেন এবং তার ব্যবহৃত প্রাইভেটকার ভাঙচুর করেন।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে ভাঙচুর করা প্রাইভেটকারটিও জব্দ করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ইজারাদার ও যুবদল নেতা শাহাদত হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। পরে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।’
আপনার মতামত লিখুন :