রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১২:৫৪ পিএম

যশোরে জাল কাবিননামা বানিয়ে টাকা আদায়ের ভয়ংকর ফাঁদ 

যশোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১২:৫৪ পিএম

যশোরে জাল কাবিননামা বানিয়ে টাকা আদায়ের ভয়ংকর ফাঁদ 

যশোর কোতোয়ালি মডেল থানা। ছবি: রূপালী বাংলাদেশ

যশোরে জাল কাবিননামা তৈরি করে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মেহেদি হাসান শাহিন ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে। তারা কখনো পুলিশ, কখনো পিবিআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ পাতে। এ চক্রের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন এমরান হোসেন নামে এক ভুক্তভোগী। 

যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার বাসিন্দা এমরান হোসেন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে জানান, আরবপুর দিঘীরপাড় এলাকার মেহেদি হাসান শাহিন এবং তার স্ত্রী জেসমিন আক্তার মিতা ও রেজওয়ানা পারভীন দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে জাল কাবিননামার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।

ভুক্তভোগী এমরানের অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ৩ আগস্ট শাহিন চক্র জাল কাবিননামা তৈরি করে মিতাকে এমরানের স্ত্রী দেখিয়ে নথিভুক্ত করে। এরপর নানা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪৬ লাখ ৯২ হাজার ১শ’ টাকা আদায় করে নেন তারা। শুধু তাই নয়, টাকা ফেরত চাইলে এমরান ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি দেওয়া হয়। 

এমরান জানান, অভিযুক্ত দম্পতির প্রতারণায় তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিনি ২৫ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার  ওসি আবুল হাসনাত খান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!