ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০১:১৭ পিএম
মামলার মূল আসামি হিটু শেখকে আদালতে হাজির করা হয়। ছবি: রূপালী বাংলাদেশ

দেশব্যাপী আলোচিত মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান মামলার বাদীসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন।

পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামীকাল (২৮ এপ্রিল) ধার্য করা হয়েছে। 

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, মামলার সব অভিযুক্ত আসামিকে আদালতে হাজির করা হয়। এই দিন আদালতে সাক্ষী হিসেবে শিশু আছিয়ার মা আয়েশা আক্তার, জলি বেগম এবং ভ্যানচালক রুবেল শেখের বক্তব্য গ্রহণ করা হয়।

আগামীকাল সোমবার মামলার চার্জশিটের ৩ থেকে ৫ নম্বর সাক্ষীদের বক্তব্য গ্রহণ করা হবে। এ ছাড়া, আসামি পক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সোহেল আহম্মদ নিয়োগ পেয়েছেন, যিনি সাক্ষীদের জেরা করেছেন।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে ৬ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাগুরাসহ সারা দেশে শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন। ৮ মার্চ, শিশুটির মা ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। 
  
ঘটনার পর, শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে, চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ শিশুটি মৃত্যুবরণ করে।

মামলার তদন্তের ধারাবাহিকতায় ১৫ মার্চ, মূল আসামি হিটু শেখ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় একাই জড়িত থাকার কথা স্বীকার করেন। 

গত ১৩ এপ্রিল, মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যেখানে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোনজামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গত ২৩ এপ্রিল মামলার চার্জ গঠন করা হয়।