ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শতবর্ষী শ্মশান ভেঙে গরুর হাট বসানোর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বিক্ষোভ মিছিল ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা।
এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাস্তা অবরোধ করে ইউএনও'র অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন ও ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে অবরোধ তুলে নেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিন্টু চৌধুরী জানান, ইউএনও গরুর হাট নির্মাণের জন্য শ্মশান স্থানান্তরের পরিকল্পনা করেছিলেন। গতকাল বালি ভরাটের সময় মন্দির ও শ্মশানের কিছু অংশ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ তাদের।
উচাখিলা শ্মশান কমিটির সভাপতি পরেশ সাহা বলেন, ‘আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও ইউএনও’র অপসারণ দাবি করছি।’
এ বিষয়ে ইউএনও মো. এরশাদুল আহমেদ জানান, ‘শ্মশান ভাঙার কোনো পরিকল্পনা ছিল না। বালি ভরাটের সময় ভেকুর ধাক্কায় শ্মশানের কিছু পিলার ভেঙে থাকতে পারে।’
আপনার মতামত লিখুন :