ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

বিএনপি অফিস ভাঙচুর, ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৮:৫৪ পিএম

বিএনপি অফিস ভাঙচুর, ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারী ) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ৫ ছাত্রলীগ নেতা হলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন,সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন,উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া, ছাত্রলীগ নেতা বাবু, সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাকিল চোপড়া।

জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!