বরিশালের বাকেরগঞ্জে এক রাতে দুটি গোয়াল থেকে ৫টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার পার্ধীশিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পারশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পারশিপুর এলাকার বাসিন্দা চান্দু মল্লিক।চার বছর আগে গরু কিনে লালন-পালন করে ৫ জনে পরিবারের সংসার চালিয়ে আসছিলেন।গত মঙ্গলবার রাতে তার চারটি গরু চুরি হওয়ায় শেষ সম্বল হারিয়ে নি:স্ব হয়ে গেছে এই পরিবারটি।
অপর দিকে পাশাপাশি গোয়াল ছিল আনোয়রা মৃর্ধার একটি ছোট গরু। এই একটিসহ মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া ৫টি গরুর মূল্য আনুমানিক চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মতো হবে।ভুক্তভোগী চান্দু মল্লিক বলেন, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে সকালে ঘুম থেকে উঠে তার বৌ পাভিন বেগম চিৎকার শুনে এসে দেখেন তাঁর সব গরু চুরি হয়ে গেছে। শেষ সম্বল দিয়া দুই ছেলে এক মেয়ে নিয়া কোনোমতে সংসার চালাইতে ছিলাম। অহন আমরার কী অইবো?
বাকেরগঞ্জ থানার এসআই রানা বলেন, ‘চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ।চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :