সোমবার, ৩১ মার্চ, ২০২৫

খজেুরের কাঁচা রস খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২৫ পিএম

খজেুরের কাঁচা রস খেয়ে একই পরিবারের ৫ জন হাসপাতালে

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীর খজেুররে কাঁচা রস খেয়ে একই পরবিাররে নারী ও শশিুসহ পাঁচজন অসুস্থ হয়েছেন। বর্মমানে তারা রাজশাহী মডেকিলে কলজে (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। উপজলোর লক্ষীকুন্ডা ইউনয়িনরে পাকুড়য়িা-বরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিরা হলনে— আয়শো খাতুন (৫৫), শিল্পি খাতুন (২৮), প্রিয়া খাতুন (২৬), ইফাত রহমান (১২) এবং আবরার আদবি (৬)। এরা সবাই ইদ্রিস আলীর স্ত্রী, তিন সন্তান এবং ভাইয়ের স্ত্রী।

ইদ্রিস আলী জানান, গত রোববার সকালে পরবিাররে সবাই মিলে খজেুররে রস পান করনে। এরপর রাত সাড়ে ১০টার দিকে পরবিাররে দুই সদস্যরে বমি, পাতলা পায়খানা এবং জ্বর-সর্দি-কাশি দেখা দেয়। রাত ১টার দিকে একই উপর্সগে তিনজন আক্রান্ত হন। সোমবার ভোরে অসুস্থদরে ঈশ্বরদী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্যালাইন দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজশাহী মডেকিলে কলজে (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

ইদ্রিস আলী আরও জানান, বর্তমানে আক্রান্তরা অনকেটাই সুস্থ। তবে ধারণা করা হচ্ছে, খজেুররে রস থেকে খাবার বিষক্রিয়ার কারণে এই সমস্যা হয়েছে।

ঈশ্বরদী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে চিকিৎসক ডা. সঞ্জবি বণিক বলনে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি-কাশি-শ্বাসকষ্ট, বমি এবং পাতলা পায়খানার মতো উপর্সগ দখো দিতে পারে। তবে ঢাকা থেকে রক্ত পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না যে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ছেলি কিনা। উন্নত চিকিৎসার জন্য রোগীদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!