ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাদপন্থিদের গ্রেপ্তারসহ ইত্তেফাকুল উলামা মহাসমাবেশে ৫ দফা দাবি

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৫:১২ পিএম

সাদপন্থিদের গ্রেপ্তারসহ ইত্তেফাকুল উলামা মহাসমাবেশে ৫ দফা দাবি

ছবি: রূপালী বাংলাদেশ

ইজতেমার ময়দানে ঘুমন্ত মানুষের ওপর সাদপন্থিদের বর্বর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মহাসমাবেশ করেছে বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী। এ সময় সাদপন্থিদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে জানিয়ে ঘোষণাপত্র পাঠ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মহাসামাবেশে ঘোষনাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ।   

এ সময় ইত্তেফাকুল উলামা আয়োজিত মহাসমাবেশে হাজার হাজার আলেম, উলামা ও ধর্মপ্রাণ মুসল্লি দাবিগুলোর সঙ্গে একাত্বতা পোষণ করে শ্লোগান দেয়। 

দাবিগুলো হল- খুনি সাদপন্থিদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে, দাওয়াত ও তাবলীগের মেহনত সুষ্ঠভাবে পরিচালনার জন্য খুনি সন্ত্রাসীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, ময়মনসিংহ বিভাগ থেকে যেসব সন্ত্রাসী টঙ্গির নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমা মাঠে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, দেশ অস্থিতিশীলতার সঙ্গে জড়িত সাদপন্থি গডফাদারদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং মব জাস্টিস প্রতিরোধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।

এর আগে এদিন সকাল ১০টা থেকে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে শুরু হওয়া এই মহাসমাবেশে দলে দলে মাদরাসার শিক্ষার্থী, আলেম-উলামা ও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে মহাসমাবেশ মাঠ পূর্ণ হয়ে সামনের সড়কে ছড়িয়ে পড়ে মানুষের ব্যাপক উপস্থিতি। 

মহাসমাবেশে মাওলানা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে মুফতি শরীফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, প্রফেসর হাফিজ উদ্দিন, প্রফেসর ডা. মামুন, ক্যাপ্টেন শফিক সালাউদ্দিন বাবু, মুফতি মুহিব্বুল্লাহ, মুফতি মাহাবুল্লাহ, মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মুহাম্মদ প্রমূখ।

আরবি/এইচএম

Link copied!