ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

দুপচাঁচিয়ায় ৫ জয়িতা সন্মাননা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৭:৩২ পিএম

দুপচাঁচিয়ায় ৫ জয়িতা সন্মাননা

ছবি: রূপালী বাংলাদেশ

‘নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. আওফি খান, ইউপি চেয়ারম্যান সাখাওয়ার হোসেন মল্লিক প্রমুখ।

এ সময় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব শাহজাহান আলী, আলহাজ্ব মেহেরুল ইসলাম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জয়িতাগণ উপস্থিত ছিলেন। পরে পাঁচজন নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

তাঁরা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আরজুমান খাতুন, সফল জননী নারী আলেকজান বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী মনোয়ারা বেগম, সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ কাবেরী মাহমুদা অনন্যা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় জোসনা বিবি।

আরবি/জেডআর

Link copied!