হবিগঞ্জ: হবিগঞ্জে সার্বিক বন্যার পরিস্থিতির অবনিত হয়েছে। নতুন নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। খোয়াই নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জালালাবাদ এলাকায় নদী ভাঙ্গনের ফলে নোয়াগাও, রিচি, জালালবাদ, সুলতান মাহমুদপুর, হুরগাওসহ অন্তত ২৫টি গ্রাম নতুন করে বাসা বাড়িতে পানি উঠেছে।
বাসাবাড়িতে পানি উঠায় স্থানীয় স্কুলগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অনেক পরিবার আশ্রয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে।
এদিকে জেলার বাহুবল, চুনারুঘাট ও মাধবপুরি উপজেলায় লোকালয়ে পানি প্রবেশ করে অন্তত ৫০ হাজার লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।
হবিগঞ্জ পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীশ হাসনাঈন জানান, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে তবে নদী ভাঙ্গনের ফলে নতুন নতুন করে এলাকায় পানি প্রবেশ করেছে।
এদিকে হবিগঞ্জ দুরযোগ ও ত্রান কর্মকর্তা সুমি বল জানান, জেলায় আজ পর্যন্ত ৬৪১০টি পরিবার পানিবন্দি। আশ্রয় কেন্দ্র খোলা হয়েপড়ছে ১১৬টি।
আপনার মতামত লিখুন :