ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বজ্রপাতে সিলেটে প্রাণ গেলো ৮ জনের

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৩৫ পিএম

বজ্রপাতে সিলেটে প্রাণ গেলো ৮ জনের

ছবি: সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে সিলেট, সুনামগঞ্জ ও টাঙ্গাইলে বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ৪ জন, সিলেটে শিক্ষার্থীসহ ৩ জন ও টাঙ্গাইলে ১ যুবক মারা গেছেন। রোববার পৃথক স্থানে বজ্রপাতে তাদের মত্যু হয়।

বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছে পুলিশ। মৃতরা হলেন- দোয়ারাবাজারের পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮), জেলার জামালগঞ্জের কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরিফ মিয়া (৩৫), ছাতক উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের খুরশিদ আলীর ছেলে সুন্দর আলী (৪৭), টাঙ্গাইলের সদর উপজেলার ভাটচান্দা গ্রামের আরফান আলীর ছেলে মো. শাহাদত হোসেন (২৮), সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কাটিমারা গ্রামের অনসার আলী (২৫), কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে মাসুক আহমেদ (৪১), সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামের মো. ওলিউর রহমানের বড় ছেলে মো. রেদওয়ান আহমদ (২৩)। তিনি সিলেট এমসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

সিলেটের বিশ্বনাথের দশঘর ইউপি চেয়ারম্যান মো. এমাদ উদ্দিন খান জানান, রোববার ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মো. রেদওয়ান আহমদের মৃত্যু ও ছোট ভাই সুফিয়ান আহমেদ আহত হয়।

সদরের গালা ইউনিয়ন পরিষদ সদস্য শওকত হোসেন জানান, রোববার বিকেলে শাহাদত হোসেন বাড়ির পাশের ক্ষেত থেকে গরু আনতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি নিহত হন।

বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

শাহপরান থানার থানার ওসি মো. মনির হোসেন বলেন, সকালে নিজ বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে অনসার আলী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ওসি মো. রুবেল মিয়া জানান, গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরার উদ্দেশ্যে পুকুর সেচ করছিলেন কিছু যুবক। এ সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে তাদের হাসপতালে নেওয়া হলে ডাক্তার রেদওয়ান আহমেদকে (১৯) মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।

আরবি/এফআই

Link copied!