ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিছনাকান্দি থেকে ৬০ লাখ ঘনফুট পাথর চুরি

সিলেট ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:০৯ পিএম

বিছনাকান্দি থেকে ৬০ লাখ ঘনফুট পাথর চুরি

ছবি: রূপালী বাংলাদেশ

দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র সাদাপাথর এবং জাফলং থেকে বালু ও পাথর লুটের পর এবার চোরাকারবারিদের চোখ পড়েছে বিছানাকান্দির উপর। দেশের অন্যতম এ পর্যটন কেন্দ্র ইতোমধ্যে পাথরশূন্য করে ফেলা হয়েছে। অথচ এখানকার মূল আকর্ষণই ছিল এই পাথর। ধারণা করা হচ্ছে, গত আড়াই মাসে প্রায় ৬০ লক্ষ ঘনফুট পাথর হরিলুট করা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিছনাকান্দি জিরো পয়েন্ট ও তৎসংলগ্ন এলাকা থেকে এসব পাথর চুরি করা হয়। স্থানীয় লুটেরা এই কাজটি করেছে প্রশাসন ও পুলিশের নিস্ক্রিয়তার সুযোগে।

বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারত সীমান্তে অবস্থিত। পাথর লুটের পর বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের মুল সৌন্দর্য বিলীন হয়ে গেছে। এদিকে লুটপাটের বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলামের মৌখিক আদেশে তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন বাদী হয়ে গত ৩০ অক্টোবর গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিছনাকান্দি পর্যটন কেন্দ্র ও তৎসংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৬০ লক্ষ ঘনফুট পাথর চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামেয়ার আব্দুছ ছত্তারের ছেলে হারুন মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ২৩ জনের উল্লেখ করা হয়েছে। বাদী রুহুল আমিন বলেন, গত ৫ আগস্ট বিকাল ৪ টা থেকে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে দুষ্কৃতকারীরা পাথর চুরি শুরু করে এবং গত ২৩ অক্টোবর পর্যন্ত নিয়মিত বিছনাকান্দি পর্যটন কেন্দ্র ও তৎসংলগ্ন এলাকা থেকে পাথর চুরি করে নিয়ে যায়।

এদিকে থানায় পাথর চুরির মামলা দায়েরের পর ৩ নভেম্বর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিছনাকান্দি সীমান্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ১ লাখ ২৫ হাজার ৯০০ ঘনফুট পাথর জব্দ করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল বলেন, পাথর চুরি মামলার আসামিদের ধরতে শিগগির মাঠে নামবে পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, টাস্ক ফোর্সের অভিযানে বিছনাকান্দির সামান্যই পাথর উদ্ধার করতে পেরেছে। এর আগেই লুটেরা পর্যটন কেন্দ্রের আসল সৌন্দর্য পাথর লুটে নিয়েছে।
 

আরবি/জেডআর

Link copied!