ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

শ্রীপুর পৌরসভার ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৩:২৯ এএম

শ্রীপুর পৌরসভার ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের ১৫১ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. আনিছুর রহমান। বাজেটে আসন্ন অর্থবছরে নতুন কোনো কর ধার্য করা হয়নি। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

বাজেট বিবরণী পাঠ করে মেয়র বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রস্তাবিত বাজেট পরবর্তীতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে পরিবর্ধন করা হবে।

বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৪০৮ টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১৫০ কোটি টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৪ লাখ ৮১ হাজার ৪০৬ টাকা।

বাজেটে অগ্রাধিকার পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ-সংস্কার, ডাম্পিং স্টেশন নির্মাণ, শেখ রাসেল পৌর শিশু পার্ক ও শেখ রাসেল পৌর স্টেডিয়াম নির্মাণ।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, নারী কাউন্সিলরসহ অনেকে।

 

Link copied!