নেত্রকোণার কলমাকান্দায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮ বোতল ভারতীয় মদসহ সাতজনকে আটক করেছে যৌথবাহিনী। ৮ নভেম্বর রাত ৮ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা টু ঠাকুরাকোনা হাইওয়ে রাস্তায় পাচুরা এলাকায় কলমাকান্দা আর্মি ক্যাম্প কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এর নেতৃত্বে পুলিশ সহ একটি যৌথ অপারেশন পরিচালনা করা হয়। অপারেশনে একটি অটোবাইক তল্লাশি করে ০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট ০৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নেত্রকোণা জেলার,মোহনগঞ্জ থানার, নাকডুরা গ্রামের,উদয় (২৪), পিতা মৃত পড়ন্ত চন্দ্র একই গ্রামের কানুন (২৬), পিতা. সুরন বিশ্বজিৎ (২১) পিতা. সুনীল চন্দ্র নিকাশ (২২) পিতা. শ্যামলাল মোহাম্মদ পাভেল (২০) পিতা. সাইফুল ইসলাম, কালি পদ (৩৫) পিতা. রবীন্দ্র, সাপ্ত চন্দ্র (২৩) পিতা. ধরান চন্দ্র।
আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাজমুজ সাকিব বলেন, জব্দকৃত মদ এবং গ্রেফতারকৃত সাতজন আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :