ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

টাঙ্গাইলে ৭ ইটভাটায় অভিযান, ভেঙে হলো চিমনি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৪৩ পিএম

টাঙ্গাইলে ৭ ইটভাটায় অভিযান, ভেঙে হলো চিমনি

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া এলাকায় অবৈধ সাতটি ইট ভাটায় অভিযান পরিচালিত হয়েছে। ভেঙে দেয়া হয়েছে সবগুলো ইট ভাটার চিমনি। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার এর টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ দূষণকারী ভাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি অ্যান্ড বি ব্রিকস, সনি ব্রিকস, রান ব্রিকসসহ সবগুলোর চিমনি স্থায়ীভাবে ভেঙে দেয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্যাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক  সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস এবং গ্রাম পুলিশের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে এ অভিযানে সহযোগিতা করেন।

আরবি/এইচএম

Link copied!