ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

পাথরঘাটায় এনামুল, বামনায় মিজান চেয়ারম্যান নির্বাচিত

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৪:৩৩ পিএম

পাথরঘাটায় এনামুল, বামনায় মিজান চেয়ারম্যান নির্বাচিত

পাথরঘাটায় এনামুল, বামনায় মিজান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। ছবি: রূপালী বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের কারণে পিছিয়ে যাওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার ভোট গ্রহণ আজ ৯জুন অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ৮ থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত কোনো রকম অপ্রতিকার ঘটনা ছাড়া সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে বামনায় ৫৯ শতাংশ এবং পাথরঘাটায় ৪৮ শতাংশ ভোটারগন ভোট প্রদান করেন। 

পাথরঘাটা উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী এনামুল হোসাইন (দোয়াত কলম) ২৪,১২২ (চব্বিশ হাজার নয় শত বিরানব্বই) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর আফরোজ হেপি  (মটর সাইকেল) প্রতীক নিয়ে ২২,২২৯ (বাইশ হাজার দুই শত উনত্রিশ পেয়ে দ্বিতীয় হন। এছাড়া অন্য আলোচিত প্রার্থী মোস্তফা গোলাম কবির (কাপ প্রিচ) ১৫,৩২৪ ভোট পেয়ে তৃতীয় হন।

বামনা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে মিজানুর রহমান (আনারস) ১৭,৬৯৭ (সতের হাজার ছয়শত সাতানব্বই) নির্বাচিত হন। বামনা উপজেলায় সাইতুল ইসলাম লিটু (ঘোড়া) ১০,৯০৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং 

সৈয়দ মামুন (দোয়াত কলম) ৯,৯৮০ ভোট পেয়ে তৃতীয় হন। 

Link copied!