শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চুয়াডাঙ্গায় কাঠ পোড়ানোর দায়ে ৮ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:৪৩ পিএম

চুয়াডাঙ্গায় কাঠ পোড়ানোর দায়ে ৮ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

ছবি : রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গায় কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের দায়ে আট ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করে।

এসময় ট্রাক্টর ও স্কেভেটর দিয়ে কাঁচা ইট ভেঙ্গে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস জানান, জেলায় এ মৌসুমে ৮৮টি ইটভাটা চালু রয়েছে। এর মধ্যে কিছু ইটভাটা অনুমোদন না থাকলেও পরিচালিত হচ্ছে। আবার কেউ কেউ কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে। এই কারণে  ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে আটটি ইটভাটার বিরুদ্ধে মামলা দায়েরসহ ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হছেয়েছে।

আরবি/ এইচএম

Link copied!