ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০২:৫৭ পিএম

দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরে কালকিনিতে দোকানঘর ভাড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নারীসহ আহত হয়েছেন অন্তত আটজন। শনিবার (৯ নভেম্বর) বিকেলে কালকিনি পৌরসভার চরবিভাগদী এলাকায এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হামলায় জসিম উদ্দিন বেপারী ও তার সহোদর কামরুজ্জামান ওয়াসিম, ওয়াসিমের চাচা আকবর আলী বেপারী, ওয়াসিমের বোন সালমা আক্তার, ওয়াসিমের ছেলে সিফাত আহমেদ, চাচাতো ভাই ইমরান বেপারী, ইমদাদ হাওলাদারসহ আটজন আহত হয়।

স্থানীয়রা জানায়, চরবিভাগদী গ্রামের জসিম উদ্দিন বেপারী ও তার ভাই কামরুজ্জামান ওয়াসিম তাদের দোকানঘর অগ্রিম ৫০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য ভাড়া দেয় পাশের বিপ্লব বেপারীর কাছে। চুক্তি মোতাবেক তিন বছর শেষে বিল্পব অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে দোকানঘর মালিকদের বুঝিয়ে দেন। সম্প্রতি জসিম উদ্দিন ও তার ভাইয়ের কাছে আরো ৫০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বিল্পব। শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে ওয়াসিম মোটরসাইকেলযোগে ভুরঘাটা যাবার পথে কালকিনি থানার মোড়ে পৌছালে বিপ্লব ওয়াসিমের গতিরোধ করে। এরপর দু’জনের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়রা বিপ্লব ও ওয়াসিমকে শান্ত করলে দু’জনেই বাড়িতে চলে যায়। পরে বিকেলে বিল্পব লোকজন নিয়ে ওয়াসিম ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় তিনজনকে কুপিয়ে জখম ও পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদেরকে উদ্ধার করে ভর্তি করা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আহতদের দেখতে ও তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!