ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বরগুনার পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আটক ৭

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০৯:২২ পিএম

বরগুনার পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আটক ৭

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে সহিদ ওরফে পিলার শহিদ (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। পুলিশ এঘটনায় ভিকটিমের মৃত্যুর আগে অভিযোগে পাথরঘাটা থানা পুলিশ আটক করেছে। 

রবিবার (০৭ জুলাই) সকালে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার (০৬ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর ২ নম্বর ওয়ার্ড চল্লিশঘর নামক এলাকায় নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শহিদ পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের মৃত বাহার আলীর ছেলে। 

আটককৃতরা হলেন, দক্ষিন চরদুয়ানী ৩ নম্বর ওয়ার্ডে মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মো. নাসির বিশ্বাস, মো. লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার, লাল মিয়া এর ছেলে হারুন হাওলাদার, আফজাল মল্লিক এর ছেলে রিমন মল্লিক, খলিলুর রহমান এর ছেলে নাজমুল, মৃত আর রশিদ এর ছেলে খলিলুর রহমান এবং দক্ষিন চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সগির হাওলাদর এর ছেলে মো. সুমন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেড়ে রাত্র সাড়ে ১০ টার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে হত্যার উদ্দেশ্য তাকে কুপিয়ে জখম করে রেখে যায়। পরবর্তীতে স্বজনরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে  রাত সোয়া ১টার দিকে ভিকটিম শহীদ মারা যায়।

নিহত শহিদের স্ত্রী আমেনা বেগম জানান, রাত দশটার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সাথে প্রয়োজনীয় কাজ সেড়ে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস(৩৫), জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস,(২৫), নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিক(৪০) সহ ৫/৬ জন কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মৃত শহীদ কর্তৃক পূর্বেই মামলা রয়েছে। বর্তমানে মামলা চলমান আছে। আমরা এ ঘটনায় কয়েকজনকে আটক করেছি। শহিদুল ইসলামের মরদেহ রাতেই হাসপাতাল থেকে সুরতহাল শেষে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Link copied!