ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বেতগীতে নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ১১:৫৯ পিএম

বেতগীতে নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

ইংরেজি ২য় পত্র চলাকালীন সময়ে বরগুনার বেতাগীতে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ ৭ জুলাই বেতাগী ৫১১ নং কেন্দ্রে পরীক্ষা চলাকালীন বিভিন্ন সময়ে বহিষ্কার করা হয় বলে কেন্দ্র সচিব মানবেন্দ্র সাধক। অসদুপায় অবলম্বন করার দায়ে বহিস্কৃত ছাত্র ছাত্রীরা হলো বেতাগী সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্র জিহাদ আলম ও ছাত্রী মোসাঃ মীরা। বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী তৃপ্তি রানী এবং বিবিচিনি স্কুল এন্ড কলেজের সাগর দুয়ারী। বহিস্কৃত ছাত্র ছাত্রীরা চলতি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না বলে হল সুপার নোটিশ প্রদান করে জানিয়ে দেন। 

জানা গেছে, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এইচএসসি পরীক্ষা ৫১১ নং কেন্দ্র বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে পৃথক পৃথক ভাবে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন দৃশ্যমান হওয়ায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

Link copied!