ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, হাসপাতালে ৩০

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ১২:৫১ এএম

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, হাসপাতালে ৩০

ছবি: সংগৃহীত

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ জুলাই) বিকেল ৫টার পর বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় রথযাত্রার গাড়ির উঁচু মাথা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে এ দুর্ঘটনা ঘটে। সেউজগাড়ি ইসকন ম‌ন্দির থেকে বিকেল ৫টায় রথযাত্রা‌ বের হয়।

নিহতরা হলেন- আতশী রানী, নরেশ মহন্ত, অলোক কুমার, রনজিতা। আরেকজন নারী মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহতদের মধ্যে অনেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রথযাত্রা সাতমাথার দিকে যাওয়ার পথিমধ্যে সেউজগাড়ি আমতলা মোড়ে পৌঁছালে সেখানে বৈদ্যুতিক লাইনের সঙ্গে রথের গম্বুজের স্পর্শ লাগে। এতে রথের চূড়ায় আগুন লেগে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এসময় ভক্তরা রথের উপরে এবং পাশে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন। সেখান থেকে কমপক্ষে ৩৫ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুটি সরকারি হাসপাতালে পাঠানো হয়। র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক সংস্প‌র্শে তাৎক্ষণিক তা‌রে আগুন লে‌গে যায় বলে ধারণা করা হচ্ছে।

বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Link copied!