ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বগুড়ায় রথযাত্রায় হতাহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৩:৫৯ এএম

বগুড়ায় রথযাত্রায় হতাহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎপৃষ্টে হতাহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজখবর নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। তিনি রথযাত্রায় আহত এবং সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রথযাত্রার সময় ঘটনাটি খুব কষ্টকর এবং দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী সামন্ত লাল সেনের নির্দেশে আহতদের খোঁজখবর নিতে এসেছি।  কয়েকজন একটু বেশিই বার্ন হয়েছেন। বাকী যারা আছেন আমি আশা করি সবাই ভালো হয়ে যাবেন। তবে সময় লাগবে। রোগীরা ভালো চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট নেই এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে বার্ন ইউনিট করা হলেও সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, বার্ন ইউনিট চালু করা হচ্ছে না কেন? প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, প্রত্যেকটি জেলায় একটি করে বার্ন ইউনিট করার কথা রয়েছে। শুধু বার্ন ইউনিট না কার্ডিয়াক ইউনিট ও নিউরো সায়েন্স ইউনিট করার পরিকল্পনা অনুমোদন হয়েছে। আমরা পর্যায়ক্রমে এগুলোর বাস্তবায়ন শুরু করবো। বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে করার পর পর্যায়ক্রমে জেলাগুলোতে করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের এমপি মজিবুর রহমান মজনু, বগুড়া-৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু, বগুড়া-১ আসনের এমপি শাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিককার আলম, অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, সিভিল সার্জন ডা. শফিউল আজম।

প্রসঙ্গত, রোববার (৭ জুলাই) বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় রথযাত্রার গাড়ির উঁচু মাথা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। বিদ্যুৎপৃষ্টে ও পদদলিত হয়ে আহত হন অন্তত ৪০জন।
 

Link copied!