ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

বগুড়ায় রথযাত্রায় গুরুতর আহত দুইজন ঢাকায় স্থানান্তর

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৪, ০৪:০১ এএম

বগুড়ায় রথযাত্রায় গুরুতর আহত দুইজন ঢাকায় স্থানান্তর

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


রোববার রাত ১২টার দিকে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়। তারা দুজনই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আহত রঞ্জন পাল (৫২) বগুড়া সদরের পালপাড়া এলাকার মৃত পাঁচকুড়ি পালের পুত্র এবং চন্দন দেব (৬৮) সদরের দত্তবাড়ি এলাকার মৃত ক্ষীরদ চন্দ্রের পুত্র।

 

গতকাল সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, রথযাত্রায় বিদ্যুৎপৃষ্টে ও পদদলিত হয়ে আহত ৩৮জন হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে আশঙ্কাজনক রঞ্জন পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চন্দন দেবকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ২২জন মহিলা এবং ৬জন পুরুষ রোগী চিকিৎসাধীন আছে। বাকীদের সকালে রিলিজ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৭ জুলাই) বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় রথযাত্রার গাড়ির উঁচু মাথা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। বিদ্যুৎপৃষ্টে ও পদদলিত হয়ে আহত হন অন্তত ৪০জন। নিহতরা হলেন- অলোক কুমার, আতশী রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত ও জলি রানী সাহা।

Link copied!