ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রাজৈরে ৫ জাহাজসহ ৯ অবৈধ বালু উত্তোলনকারী গ্রেপ্তার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৭:৩০ পিএম

রাজৈরে ৫ জাহাজসহ ৯ অবৈধ বালু উত্তোলনকারী গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের রাজৈর উপজেলার কুমার নদের চরমস্তফাপুর, গাঙকান্দি ও ইশিবপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাচটি বালু বহনকারী জাহাজসহ নয়জনকে ভ্রম্যমাণ  আদালত বসিয়ে  অবৈধ বালু উত্তোলনকারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত সারে বারোটার সময় রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে  রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক, সহকারী কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ ও রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান উপস্থিত থেকে এ আদালতের নেতৃত্ব দেন।

আটককৃতারা হলেন-পিরোজপুর জেলার নাজমুল হাসান ( ২৪), মো. মিজান (৩২), মো. আল-আমিন ( ৩৭), শাহপরান (২৪), ইলিয়াস ( ৩১) ও মো. ইমরান (২৫), মাদারীপুর জেলার রাজু খালাশী (৪৫), বরিশাল জেলার মো. মেহেদী হাসান সোহান, বাগেরহাটে জেলার মো. মাহফুজ হাসান। 

আটককৃত সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!