ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

এক বোয়াল মাছের দাম অর্ধলাখ টাকা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৬:২২ পিএম

এক বোয়াল মাছের দাম অর্ধলাখ টাকা

ছবি: রূপালী বাংলাদেশ

পদ্মা নদীতে জেলের বর‌শি‌তে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ। যা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৫০ হাজার ৪০০ টাকায়। শ‌নিবার ১১ জানুয়ারি সকা‌লে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুশাহাটা চর এলাকার জে‌লে সিরাজ হলদারের হাজা‌রি বড়‌শিতে মাছ‌টি ধরা প‌ড়ে।

স্থানীয় মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা ব‌লেন, ‘সকা‌লে দৌলত‌দিয়া কেসমত মোল্লার মৎস আড়‌তে মাছ‌টি নি‌য়ে আসে জেলেরা। সেখান ওজন দি‌য়ে দেখা যায় মাছ‌টির ওজন ১৬ কে‌জি। প‌রে উন্মুক্ত নিলামে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৬০০ টাকায় মাছ‌টি কি‌নে নেওয়া হয়।’ 

মো. চান্দু মোল্লা আরও ব‌লেন, ‘মাছ‌টি কেনার পর ৫ নম্বর ফে‌রিঘা‌টের পন্টু‌নে বেঁধে রে‌খে ছিলাম। প‌রে মোবাইল‌ফো‌নে যোগা‌যোগ ক‌রে মু‌ন্সীগ‌ঞ্জে‌র এক প্রবা‌সীর কা‌ছে ৩ হাজার ১৫০ টাকা কে‌জিতে ৫০ হাজার ৪০০ টাকায় মাছ‌টি বি‌ক্রি ক‌রে দেওয়া হয়।’

এদিকে, মাছ‌টি একনজর দেখ‌তে চাঁদ‌নী অ্যান্ড আরিফা মৎস আড়‌তে উৎসুক জনতা ভিড় ক‌রে।

আরবি/জেডআর

Link copied!