`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই` এ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব উদযাপনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারী) সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরের ফ্রীডম স্কোয়ারের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত র্যালির নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, `তারুণ্যের উৎসব ২০২৫` বাংলাদেশের তরুণ সমাজের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ একটি জাতীয় আয়োজন।
এই উৎসবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্য্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আসগর হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. ইব্রাহিম হোসেন রকি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :