ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

১৬০০ টাকায় বিক্রি হলো একটি আম , কিনলেন মসজিদের ইমাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ০৬:৪০ পিএম

১৬০০ টাকায় বিক্রি হলো একটি আম , কিনলেন মসজিদের ইমাম

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জে মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। আমটি কিনেছেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।

মাওলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এতো দামে কিনেছি।

মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদে দান করা সবকিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজ এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

এর আগে গত শুক্রবার লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

আরবি/এইচএম

Link copied!