নাটোরের বড়াইগ্রামে কৃষি মেলায় ফ্যাসবিাদ আওয়ামী লীগ সরকাররে বাণী সম্বলতি কৃষিকথা প্রচার করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিএনপিসহ সুধী সমাজ। তিন দনিব্যাপী মেলার শেষ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পততি আওয়ামী লীগ সরকাররে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের বাণী সম্বলতি কৃষিকথা নামক মাসিক ম্যাগাজিন বিতরণ করা হয়।
ওই ম্যাগাজিনে সাবেক সরকারের কৃষি উন্নয়নের চিত্র বিভিন্ন পৃষ্ঠায় তুলে ধরা হয়ছে। বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, কৃষি মেলায় সাবেক ফ্যাসিবাদি সরকাররে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের লেখা এক পৃষ্ঠার বাণী সম্বলতি কৃষিকথা ম্যাগাজিন হাতে পেয়ে অনেকেই ফোন করে বিষয়টি আমাকে জানান। পরে আমি মেলাতে উপস্থতি হই। এসময় মেলায় আগত লোকজন ক্ষোভে ফেটে পড়েন। পরে বিক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত কৃষিকথা নামক ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজলো কৃষি র্কমর্কতা মারফুদুল হক জানান, ঢাকা থেকে নতুন-পুরাতন এই বইগুলো পাঠানো হয়েছে। এগুলো না পড়ে, না দেখে মেলায় বিতরণ করা হয়ছে। পরে বিষয়টি জানতে পেরে বইগুলো প্রত্যাহার করে নেওয়া হয়। এটা অনিচ্ছাকৃত একটি ঘটনা।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে উপজলো কৃষি অফসি চত্বরে শুরু হয় তিন দনিব্যাপী কৃষি মেলা। এই কৃষি মেলায় কৃষকদরে সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচতেন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :