ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ক্লুলেস

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৫:০৫ পিএম

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ক্লুলেস

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। নিহত রওশন আরা (৫৬) উপজেলার রুস্তমপুর উমাপতি উপুরদীঘি এলাকার আলেফ মিয়ার স্ত্রী।

শনিবার দুপুরে নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথা, মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের কোপে বিকৃত অবস্থায় দেখা গেছে। শুক্রবার রাতের কোনো এক সময় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনাটি ক্লুলেস হওয়ায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনাটি ভিন্নখাতে নিতে খুনিরা ধারালো অস্ত্রের আঘাতে লাশের মুখমন্ডল বিকৃত করেছে। যেন রাক্ষস বা নরপিশাচ এসে হত্যা করে মাংস খেয়ে গেছে! এ অবস্থা দেখে অনেকে ভয়ও পেয়েছেন। এছাড়া দূর্বৃত্তরা চুরি করতে এসে হত্যাকান্ড ঘটিয়েছে, এমন সন্দেহ হলেও সেখানে কোনোকিছু চুরি হয়নি। নিহত নারী বৃদ্ধ হওয়ায় পরকীয়া ঘটনারও তথ্য মেলেনি। কারো সঙ্গে পূর্ব বিরোধ আছে কিনা, সুত্রের খোঁজে ছায়া তদন্ত শুরু হয়েছে।

থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, নিহতের স্বামী দুই বছর আগে মালয়েশিয়া গেছেন। দুই সন্তানের মধ্যে ছেলে থাকে ঢাকায়, আর কন্যার বিয়ের পর বাড়িতে একাই বসবাস করতেন রওশন আরা। বাড়িতে গরু ও গোয়ালঘর দেখভালের জন্য একজন নারী গৃহকর্মী আছেন। তিনি সকালে এসে কাজ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান। গৃহকর্মী শনিবার সকালে প্রবাসীর বাড়িতে গিয়ে দরজা খুলে ঘরের সামনে বারান্দায় রক্তাক্ত অবস্থায় লাশ দেখে চিৎকার দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে।

এসআই নাজমুল জানান, ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেনি। গরুসহ সকল মালামাল ঠিকঠাক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনে সবদিক নজরে রেখে ছায়া তদন্ত করা হচ্ছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 


 

আরবি/জেডআর

Link copied!