ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সাবেক এমপি বাদশার বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৮:০১ পিএম

সাবেক এমপি বাদশার বিরুদ্ধে দুদকের মামলা

অ্যাডভোকেট আকম সরওয়ার জাহান বাদশা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকম সরওয়ার জাহান বাদশা এবং তার স্ত্রীর নামে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুইটি দায়ের করা হয়েছে বলে জানাগেছে।

আরও জানাগেছে, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৬টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৪৩ লাখ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়।

আরবি/জেডআর

Link copied!