খুলনার কয়রা নাকসা মৌজায় এস,এ ৬৩১ নং দাগের ও হাল ২৬৯৭ নং দাগের সরকারি সম্পত্তির উপর অবৈধভাবে পাকা বসতঘর ও বাথরুম তৈরি করার অভিযোগ উঠেছে নাকসা গ্রামের মো. আইয়ুব আলী মোড়লের পুএ মো. আ. জলিল ও হোসেন আলী মোড়লের পুএ আইয়ুব আলী মোড়লের বিরুদ্ধে।
সর্বশেষ এ বিষয়ে ২৯ সেপ্টেম্বর, রবিবার এলাকাবাসীর পক্ষে একই গ্রামের মৃত কাশেম আলী সানাার পুর মজিবর সানা উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূুএে জানা গেছে, উপজেলার নাকসা মৌজার এস,এ ৬৩১ নং দাগ, হাল ২৬৯৭ নং দাগে কেয়ার সংলগ্ন সরকারি সম্পত্তির উপর ৪০ দিনের কর্মসূচী দ্বারা তৈরি করা রাস্তার উপর জনগণ ও স্থানীয় গবাদী পশু চলাচলের পথে তারা জোরপূর্বক অবৈধ ভাবে একটি বসতঘর ও বাথরুম তৈরি করিয়াছে। সেজন্য জনগণের ব্যাপকভাবে চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। উল্লেখিত ঘর তৈরির শুরুতেই গ্রাম বাসী বাঁধা দিলে তাহারা কাউকে তোয়াক্কা না করে জোরপূর্বক সরকারি সম্পত্তির উপর ঘর তৈরি করে। এছাড়া রাস্তার পাশ বরাবর ছোট চাঁদ আলী জনমহাল প্রভাবিত হয়েছে। উক্ত জন মহালের পানি বোরো মৌসুমে বিবাদীগণ বিভিন্ন জায়গায় পানি উত্তোলন করে বিক্রি করে থাকে। কোন ইজারা ছাড়াই ও সরকারী রাজস্ব প্রদান না করিয়ে সম্পূর্ণ গায়ের জোরে ইচ্ছা মাফিক উক্ত জনমহাল/খাল দখল করে মাছ চাষ করিতেছে।
এ বিষয়ে আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, সরেজমিনে তদন্ত করে তাদেরকে অন্যায় কাজ হইতে বিরত থাকতে বললেও তারা বহুল ভবিয়াতে অন্যায় কাজ করিয়া যাইতেছে।
এ বিষয়ে জানতে জলিল মোড়ল ও আইয়ুব আলী মোড়লের মুঠোফোন একাধিকবার কল করা হলে মোবাইল সংযোগ রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :