ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

জমি দখল করতে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৮:৫৮ পিএম

জমি দখল করতে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ছবি: রূপালী বাংলাদেশ

বাঁশখালী উপজেলার খানখানাবাদ এলাকায় প্রতিপক্ষের জমি দখল করতে স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির পরিবারকে দিয়ে হত্যা মামলায় ফাঁসানোর ‍অভিযোগ করেছে হুমায়রা আক্তার নামের এক নারী। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে হুমায়রা আক্তার বলেন, ‘৩নং খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ডোংরা এলাকার বি.বি. চৌধুরী রোডস্থ চার রাস্তার পূর্ব-উত্তর রাস্তার পাশে আমার শ্বশুর মৃত আবুল কালামের জমি রয়েছে। এই জমি নিয়ে স্থানীয় মোহাম্মদ শরিফের সাথে বিরোধ রয়েছে। তা নিয়ে গত ১৬ ডিসেম্বর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সালিশি বৈঠক হয়। বৈঠক শেষে নিজ বাড়ি চলে যান মোহাম্মদ শরিফ। কিন্ত পরে জানতে পারি শরিফ নিজ বাড়িতে মাথা ঘুরিয়ে পড়ে যান এবং বাড়ির লোকজন স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক প্রেসার পাচ্ছে না বলে জানিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। যা স্বাভাবিক মৃত্যু।’

‘কিন্তু স্থানীয় একটি কুচক্রিমহল আমাদের জায়গা জমি দখলে নিতে শরীফের স্বাভাবিক মৃত্যুকে হত্যা মামলা হিসেবে চালিয়ে দিয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এবং আমাদের জায়গা-জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে’।

এ সময় তিনি প্রশাসনের নিকট শরীফের প্রকৃত মৃত্যু রহস্য উম্মেচন করে দুষ্টচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
 

আরবি/জেডআর

Link copied!