ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাকিব বেপারী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৬:৩২ পিএম

হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাকিব বেপারী গ্রেপ্তার

ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাকিব বেপারীকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব চরখাগদী গ্রামের মৃত মস্তফা বেপারীর ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রাকিব বেপারী ও অন্যান্য সহযোগী আসামিদের সাথে চরমুগরিয়া এলাকার ইকবাল বেপারীর দীর্ঘদিন আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরমুগরিয়া বাজারের সেলিম সুপার মার্কেটে ইকবাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় রাকিব বেপারীসহ তার সহযোগীরা। হামলা চালিয়ে ইকবালের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা ইকবাল বেপারীকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া হাতবোমার বিস্ফোরণ করে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

র‌্যাব আরো জানায়, খুলনা ও মাদারীপুর ক্যাম্পের সমন্বয়ে গোপন ও তথ্য প্রযুক্তি সহায়তায় রাকিব বেপারীকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, রাকিব বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী হত্যার ঘটনায় জড়িত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!