বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ০৪:৩১ পিএম

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বগুড়া সদর থানার হত্যাচেষ্টা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে একযুগ পলাতক ছিলেন। গ্রেপ্তার মকবুল হোসেন (৪০) বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে। 

শুক্রবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, শহরের সেউজগাড়ী ঈদগাঁহ লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বগুড়া সদর থানার ২০১৩ সালের একটি মামলায় মকবুলের বিরুদ্ধে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার এড়াতে ১২ বছর আত্মগোপনে ছিলেন মকবুল। 

আরবি/জেডআর

Link copied!