৪ দফা দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এসিআই গোদরেজ মিলে কর্মবিরতির ডাক দিয়েছে মিলের অস্থায়ী শ্রমিকরা। আজ সকাল থেকে এসিআই মিলের সামনে কর্মবিরতির ডাক দিয়ে মানববন্ধন করে শ্রমিকরা।
এসময় শ্রমিকরা বলেন, আমরা ঠিকাদারের অধীনে ৮/১০ বছর হলো কাজ করি কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। এই মিলের ঠিকাদারদের সিন্ডিকেট চলে। গতকাল আমরা দাবি করলে ঠিকাদার অঙ্গীকারনামায় সাক্ষর করে বেতন নিতে বলে। অঙ্গিকারনাময় ঠিকাদাররা বলে তারা যে সিন্ধান্ত নেবে শ্রমিকদের তাই মানতে হবে।
এরই প্রতিবাদে শ্রমিকরা তাদের ৪দফা দাবি পেশ করেন। তারা বলেন, আমরা কোনো ঠিকাদারের অধীনে থাকবো না আমাদের কোম্পানির কন্টাক্টচুয়াল করতে হবে। আমাদের বেতন সর্বনিম্ন ২২হাজার টাকা করতে হবে। পারমানেন্টরা যেসকল সুযোগ সুবিধা পায় আমাদেরও সেই সকল সুযোগ সুবিধা দিতে হবে। এবং আমাদের ভবিষ্যতের জন্য প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিকরা।
এসময় এসিআই মিলের কর্মকর্তাবৃন্দ কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :