ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

আক্কেলপুর থানা বিএনপির কাউন্সিলে সভাপতি কমল, সম্পাদক রানা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৯:২৬ পিএম

আক্কেলপুর থানা বিএনপির কাউন্সিলে সভাপতি কমল, সম্পাদক রানা

ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘ দুই দশক পর জয়পুরহাটের আক্কেলপুর থানা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক  গোলজার হোসেন। অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামসেদ আলম, প্রধান অতিথি  হিসাবে বক্তর‌্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মাসুদ রানা প্রধান,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আব্দুল ওহাব প্রমুখ।

অপর দিকে কাউন্সিল অধিবেশনের পূর্বে উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষ্যে  সকাল ৯টা হতে বিরতীহীন ভাবে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে থানা বিএনপির সভাপতি পদে মো. কামরুজ্জামান কমল, সাধারন সম্পাদক আরিফ ইফতেখার রশিদ (রানা), সাংগঠনিক  সম্পাদক সামিউল হাসান ইমন নির্বাচিত হয়।

এ ছাড়াও পৌর বিএনপির সভাপতি পদে মো. আফাজ উদ্দীন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পল্টু সাংগঠনিক  সম্পাদক মো. আনিছুর রহমান নির্বাচিত হয়। ভোটে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নেতা এএইচএম ওবাইদুর রহমান সুইট ।

প্রধান নির্বাচন কমিশনার এ এইচ এম ওবাইদুর রহমান সুইট বলেন, দীর্ঘ ২০ বছর পর আজ আক্কেলপুর থানা ও পৌর  বিএনপির শান্তি পূর্ণ নিরোপেক্ষ নির্বাচন  আপনাদের সহযোগীতায় উপহার দিতে পেরেছি। থানা বিএনপির ভোটার সংখ্যা ৩ শত ৫৫ এবং পৌর বিএনপির ভোটার সংখ্যা ৬ শত ৩৯ জন। নির্বাচনে ভোটারেরা শতকরা ৯৯% উপস্থিত হয়ে তাদের নেতা নির্বাচিত করেছেন।

প্রধান অতিথি মো. মাসুদ রানা প্রধান বলেন, দীর্ঘ ২দশক পর আক্কেলপুর উপজেলায় বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে গণজোয়াড় ও প্রান চাঞ্চল্য ফিরে এসেছে। কাউন্সিলেরা গণতান্ত্রিক পর্যায়ে ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে ও  জিয়ার আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য সকলকে কাজ করার আহবান জানান।

 

আরবি/জেডআর

Link copied!