নওগাঁ জেলা আইনজীবী সমিতির ২০২৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের অবাঞ্চিত ঘোষনা ও অংশগ্রহণ না করার দাবিতে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ১৪ জানুয়ারি বেলা ১১টায় জেলা আদালত চত্ত্বরে এই লিফলেট বিতরণ করা হয়। এর আগে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল ইসলামের সাথে দেখা করেন শিক্ষর্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের দোসরা এখনো বিভিন্ন জায়গা থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত। হাসিনার দোসর কিছু আইনজীবীরা বিগত দিনে বিচার ব্যবস্থাকে নগ্ন হস্তক্ষেপ করে ধ্বংসের দাঁড় প্রান্তে এসে দাঁড় করিয়েছে। এজন্য আগামী ৩০ জানুয়ারি নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হাসিনার কোনো দোসরদের অংশগ্রহন নওগাঁর সাধারণ ছাত্রজনতা মেনে নিবে না। তাঁরা যদি নিজ ইচ্ছায় নির্বাচন থেকে বিরত না থাকে তাহলে আমরা আগামীতে তাদের উৎখাতে কঠোর কর্মসূচী ঘোষণা করবো।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদনান সাকিব, রাফি রেজুয়ান, আবদুল মোমিন, মোহতাসিম কবির সাদিকসহ নাগরিক কমিটির সদস্যরা।
আপনার মতামত লিখুন :