ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

আ. লীগ নেতা নাদিম গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৯:৩১ পিএম

আ. লীগ নেতা নাদিম গ্রেপ্তার

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম। ছবি: সংগৃগীত

আত্মগোপন থাকা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে জয়পুরহাটে আনা হবে বলে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে। আনোয়ারুজ্জামান তালুকদার আলমপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তার নামে জয়পুরহাটে হত্যাসহ ১৪টি মামলা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম আত্মগোপন  ছিলেন।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। র‍্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমরা তাকে নিতে ঢাকায় এসেছি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঢাকায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার হয়েছেন। জয়পুরহাটে তাকে আনা হচ্ছে।

আরবি/জেডআর

Link copied!