ময়মনসিংহ: মুক্তাগাছায় বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন বার্ষিক অর্জন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঁশাটি ইউনিয়নের একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশাটি ইউনিয়নের কাজী আনম মুহিবুর রহমান আল জাননাত। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপির ম্যানেজার নম্রতা হাউই, গোয়ারী দক্ষিণ জামে মসজিদের ইমাম মাও. হামিদুল্লাহ, একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হান্নান, ইউপি সদস্য জিয়া উর রহমান, ওয়ার্ল্ড ভিশন সিপিও গ্লোরী রাংসা, প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, সাংবাদিক প্রতিনিধি ফেরদৌস তাজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাঁশাটি ইউনিয়নের বাল্যবিবাহ মুক্ত এর বার্ষিক অর্জন সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে বাল্যবিবাহ নির্মূলে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :