ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

বদলগাছীতে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রদের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ০৮:২৭ পিএম

বদলগাছীতে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্রদের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: সংগৃহীত

নওগাঁর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। 

আহতরা হলেন, বদলগাছী সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (২৫), মারুফ রব্বানী মতিন (২৫) ও আব্দুল আল মোসাব্বির আতিক (২৫)। 

এ ঘটনায় গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থী আতিকুর রহমান।

লিখিত বক্তব্যে বলেন, ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে মারুফ রব্বানী মতিন ও আব্দুল্লাহ আল মোসাব্বির বিভিন্ন অপকর্ম করে আসছে। এসব ঘটনার প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদলগাছী পাইলট হাইস্কুল মাঠে তাকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা করে এবং বেধড়ক মারপিট করে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছীর ছাত্র প্রতিনিধি পরিচয়দানকারী আতিকুর রহমান আরও বলেন, তাঁর ওপর হামলাকারী মারুফ রব্বানী ও আব্দুল আল মোসাব্বির ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। বর্তমানে তাঁরা দুজন বিএনপির রাজনীতির সাথে যুক্ত। 

তারা নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদাবাজি, লুটপাটসহ নতুন করে ফ্যাসিবাদী কায়দা চালু করার প্রচেষ্টা চালাচ্ছে। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারী, আরমান হোসেন, ফজলে রাব্বী, মেহেদী হাসান, রাফী রেজওয়ান, সাদমান সাকিব ও রিয়াল উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে আব্দুল আল মোসাব্বির আতিক বলেন, ‘আতিকুর রহমান যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আমি কারাভোগ করেছি। অথচ আমাকে বলা হচ্ছে, আমি নাকি ভুয়া ছাত্র সমন্বয়ক। যাঁরা এই অভিযোগ করছেন তাঁরাই ভুয়া। আমাদের বিরুদ্ধে চাঁদাবাজীর যে অভিযোগ করেছে তাঁরও কোনো ভিত্তি নেই।

বরং আতিকুর রহমান, শুভ ও জামানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছ চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিভিন্ন এসবের প্রতিবাদ করায় গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আতিকুর রহমান, শুভ ও জামান আমাদের ওপর হামলা চালায়। তাঁরা আমাদের হত্যার উদ্দেশ্যে বেধড়কভাবে মারপিট করে। মতিনকে গলায় চাকু দিয়ে আঘাত জখম করে। এ ঘটনায় বদলগাছী থানায় অভিযোগ করা হয়েছে।’

আরবি/জেডআর

Link copied!