নীলফামারীতে দ্রব্য মুল্যের উর্দ্ধগতি রোধ এবং বাজার অস্থিতিশীল প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার (১০ আগস্ট) সকালে নীলফামারী শাখামাছা বাজারে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করে তারা। মাছ, মাংস, কাঁচা বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে সরকার নির্ধারিত দরে ভোক্তাদের কাছে দ্রব্য বিক্রির আহবান জানান তারা।
এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে শহরের ট্রাফিক মোড়, চৌরঙ্গী মোড় ছাড়াও উপজেলার গুরুত্বপুর্ণ পয়েন্টে ট্রাফিংকিং কার্যক্রম পরিচালনা করছে স্বেছাসেবী সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ। বাজার মনিটরিংকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ হাসান অয়ন, আলিফ সিদ্দিকী প্রান্তর, শাকিল ইসলাম, রাকিব ইসলাম ও আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ হাসান অয়ন জানান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাজার দর নির্ধারণ করে দেয়া হয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং নির্ধারিত দরের চেয়ে বেশি যাতে নেয়া না হয় এ আহবান জানিয়েছি।
আপনার মতামত লিখুন :