ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

আড়াইহাজার উপজেলা সাবেক চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৮:০২ পিএম

আড়াইহাজার উপজেলা সাবেক চেয়ারম্যান ৫ দিনের রিমান্ডে

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথীর আদালত এই আদেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান। তিনি জানান, ফতুল্লায় ছাত্র হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছিল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অবস্থিত স্বপনের শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার আটক করে পুলিশ। স্বপনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছাত্রহত্যাসহ ডজনখানের হত্যা ও ধর্ষণের মামলা রয়েছে।

আরবি/ এইচএম

Link copied!