মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

আটকে রাখা পণ্যবাহী ৩ জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:১৭ পিএম

আটকে রাখা পণ্যবাহী ৩ জাহাজ ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় আটকে রাখা ৩টি কার্গো জাহাজ অবশেষে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। গত বৃহস্পতিবার এ কার্গো জাহাজ ৩টি আটক করে রেখেছিল ওই দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ স্থল বন্দরের ব‍্যবসায়ী ওমর ফারুক সিআইপি এবং টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক বাহাদুর বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারা মিটিংয়ে বসেছেন, বৈঠক শেষে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে সকাল ১০টার দিকে আটক কার্গো জাহাজের মধ্যে দুটি বাংলাদেশ-মিয়ানমার নাফ নদের জলসীমা নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। অন্যটি সেখানে ছিল।

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবাহী কার্গো জাহাজগুলো কক্সবাজার জেলার টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসার পথে আরাকান আর্মি আটক করে তাদের জিম্মি করে। বৃহস্পতিবার ও শুক্রবার পর্যায়ক্রমে কার্গো জাহাজ আটক করে এ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। আরাকান আর্মির সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছাড়পত্র নিয়ে কার্গো বন্দরে আসে বলে জানান বন্দর কতৃপক্ষ।

মিয়ানমারে সংঘাতের মধ্য দিয়ে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা দখলে নেয়। এ সংঘাতের প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্যে। বেশ কিছুদিন ধরে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিচ্ছিন্নভাবে যেসব পণ্য আমদানি হয়, তাও ইয়াঙ্গুন শহর থেকে। এ শহর থেকে আসার পথে নাফ নদীতে প্রবেশ করতে রাখাইন রাজ্যের সীমান্ত হয়ে আসতে হয়।

বন্দর সূত্রে জানা যায়, কার্গো জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফি,আদা‍‍`সহ বিভিন্ন পণ্যের আনুমানিক ৫০ কোটি টাকার মালামাল রয়েছে।

আরবি/জেডআর

Link copied!