ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৩৬ পিএম

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে থানা পুলিশের অভিযানে থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরী তারাস ব্রান্ডের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের সন্নিকটস্থ কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম ক্যাটাগরির উক্ত পিস্তল উদ্ধার করা হয়। ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

গত ৫ আগস্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। ইতিপুর্বে অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, এখনো পর্যন্ত অনেক অস্ত্র বাইরে আছে, এগুলো উদ্ধারে যারা সহযোগিতা করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
 

আরবি/জেডআর

Link copied!