ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

ফেনীর ছাগলনাইয়া থানার অস্ত্র উদ্ধার

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৫:৩৬ পিএম

ফেনীর ছাগলনাইয়া থানার অস্ত্র উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

শেখ হাসিনার পদ ও দেশত্যাগের পর ওইদিনই ফেনীর ছাগলনাইয়া থানায় হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। ওই সময় দুর্বৃত্ত কর্তৃক থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিনে ও রাতে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসার ও ভিডিপির সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন।

আনসার ও ভিডিপি সূত্র জানায়, অভিযানে ২টি অস্ত্র ও থানা পুকুর থেকে ১টি অস্ত্র, ৪ রাউন্ড রাবার কার্তুজ, ৪ রাউন্ড সীসা কার্তুজ, আগুনে ক্ষতিগ্রস্থ অস্ত্রের ৪টি অংশ ও ১টি ভাঙা গুলির বক্স উদ্ধার করা হয়েছে।
 

জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনসার ও ভিডিপির ৫ ও ১৮ ব্যাটালিয়নের দুটি টিম ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
 

ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা হাজারী জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি পুলিশ সুপার ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। অস্ত্রগুলো বর্তমানে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় হেফাজতে রয়েছে।

আরবি/জেডআর

Link copied!